চাকরি হারালেন সেভিয়ার কোচ

৬ দিন আগে
লা লিগায় দল টানা চার ম্যাচ হারায় চাকরি হারালেন কোচ। লা লিগার ক্লাব সেভিয়া তাদের কোচ হাভিয়ের গার্সিয়া পিমিয়েন্তাকে বরখাস্ত করেছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে হারার দুই দিনের মাথায় রোববার (১৩ এপ্রিল) চাকরিচ্যুত হলেন পিমিয়েন্তা।

গত কয়েক মৌসুম ধরেই ভুগছে সেভিয়া। ইউরোপা লিগের সাতবারের চ্যাম্পিয়ন দলটি এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে আছে। ৩১ ম্যাচের মাত্র ৯টিতে জয় পেয়েছে তারা, হেরেছে ১৩ ম্যাচে। রেলিগেশন জোন থেকে মাত্র ৭ পয়েন্ট ওপরে অবস্থান করছে এক সময়ের সমীহ জাগানো দলটি।


কোচকে চাকরিচ্যুত করার খবরটি এক বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি, 'সেভিয়া গার্সিয়া পিমিয়েন্তাকে গত কয়েক মাস ধরে তার কাজ ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাতে চায়, তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা।'


আরও পড়ুন: আর্সেনালের বিপক্ষে রিয়ালের বড় জয় চান লেভারকুসেনের সিইও, কিন্তু কেন?


৫০ বছর বয়সী পিমিয়েন্তা গত জুলাইয়ে দুই বছরের চুক্তিতে সেভিয়ার কোচের পদে কিকে সানচেজ ফ্লোরেসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার আগে তিনি ২০২২-২৩ মৌসুমে লাস পালমাসকে লা লিগায় তুলে আনেন এবং পরবর্তী মৌসুমেও তাদের লা লিগায় টিকিয়ে রাখতে সমর্থ হন।


পরবর্তী ম্যাচে সেভিয়ার প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। 

]]>
সম্পূর্ণ পড়ুন