বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।
মধ্যরাতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ১২ ভারতীয় গরু জব্দ
তিনি বলেন, বিজিবির বিশেষ টহল দল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া ও সাতরশিয়া, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ও বোগলাউড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় আটটি গরু ও দুটি মহিষ জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, জব্দ করা ভারতীয় গরু ও মহিষের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতারোধে বিজিবি সজাগ রয়েছে বলেও জানান তিনি।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·