মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময়ে গোয়েন্দা সূত্রের মাধ্যমে সীমান্ত দিয়ে অস্ত্র আসার খবর পায় বিজিবি। এ সময় রাঘববাটি এলাকায় এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পলিথিনে মোড়ানো ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়।
নির্বাচনে নাশকতা করতেই এসব অস্ত্র আনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা বিজিবির।
আরও পড়ুন: কবরস্থানের বাঁশঝাড় থেকে দুই আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, শীতের সময়ে কুয়াশাকে পুঁজি করে চোরাকারবারিরা অরক্ষিত সীমান্ত দিয়ে চোরাচালান করার সুযোগ নেয়। তাই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অস্ত্র, গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার রেখেছে বলে জানান, বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: সীমান্তে ভারতীয় ২৪ রাউন্ড গুলি ও আমেরিকার তৈরি চার আগ্নেয়াস্ত্র উদ্ধার
এ নিয়ে গত আট দিনের মধ্যেই ২৯ রাউন্ড গুলি, ১৩টি ম্যাগাজিন ও ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটলিয়ন।
এর আগে ১৫ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে ভারত থেকে আসা ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিনসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার করে বিজিবি।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·