চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা, আহত ২

১ সপ্তাহে আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক জমি ব্যবসায়ীর বাড়িতে জোড়া হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা শিরোটোলা গ্রামের মৃত বাহাদুর মন্ডলের ছেলে ময়েজ উদ্দিনের (৫৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
 

আহত ব্যক্তিরা হলেন: একই গ্রামের নুরুল ইসলাম ভগু মন্ডলের ছেলে সুজন আলী (২৫) ও আব্দুর রাকিবের ছেলে রিপন আলী (২৪)। গুরুতর আহত সুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও রিপন ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।


হামলা ও মারধরের শিকার পরিবার, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি ব্যবসায়ী ময়েজ উদ্দিনের সঙ্গে একই এলাকার সাফু মন্ডলের ছেলে মো. সেন্টুর ব্যবসায়িক সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হওয়ায় শুক্রবার সকালে সেন্টু দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ময়েজ উদ্দিনের বাড়িতে হামলা চালান।


প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়িতে ঢোকার আগে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ময়েজ উদ্দিন ও তার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেলে তার দুই ভাতিজা সুজন ও রিপনকে কুপিয়ে জখম করা হয়।
 

আরও পড়ুন: ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের


হামলাকারীরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ময়েজ উদ্দিনের স্ত্রী এমেলী বেগম জানান, তারা প্রত্যেক ঘরে ঢুকে টিভি, ফ্রিজ, দরজাসহ বিভিন্ন আসবাব ভাঙচুর ও লুটপাট করে। 
এ ছাড়াও বাড়ির সামনে রাখা দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। হামলার পর থেকে সেন্টু ও তার লোকজন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ময়েজ উদ্দিনের বোন শরিফা খাতুন হামলার বিচার দাবি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।


আহত সুজন আলীর বাবা নুরুল ইসলাম ভগু বলেন, ‘আমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আমরা ঘটনার কিছুই জানি না। কিন্তু ময়েজ ও তার ছেলেকে না পেয়ে আত্মীয় হওয়ায় আমার ছেলের ওপর হামলা করে। তার অবস্থা খুবই গুরুতর।’


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন