চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে মজুত ৯ হাজার কেজি সার উদ্ধার

১ সপ্তাহে আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে দুটি গোডাউনে সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে। এসময় প্রায় ৮ হাজার ৭০০ কেজি ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বড়াইল দেওপুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল আখিরা গ্রামের আবু বাক্কারের ছেলে ও দেওপুরা বাজারের কীটনাশক ব্যবসায়ী শাহজাহান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার মেসার্স শাহজাহান ট্রেডার্সের দুটি গুদাম থেকে মোট ১৭৪ বস্তা সার উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মধ্যরাতে ট্রাকভর্তি অবৈধ সার জব্দ

 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির মুন্সি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে। ইতিমধ্যে ৩৫ বস্তা সার তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি প্রধান নাচোল ও গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলায় রাসায়নিক সারের ব্যাপক চাহিদা থাকায় মাঝে মধ্যে সংকট দেখা দেয়। এ সুযোগে অসাধু ডিলার ও ব্যবসায়ীরা সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি ও পাচারের চেষ্টা চালায়। জব্দকৃত সারগুলো নওগাঁয় পাচারের জন্যই মজুত করা হয়েছিল। এর আগে গত ২৩ জুন নাচোলে নওগাঁয় পাচারের সময় ৪০ বস্তা সার আটক করা হয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন