মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের চরমোহনপুর লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বড় ভাই আব্দুর রশিদ (৪৭) একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছোট ভাই মো. বিকাশ (৩৫)।
নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাবার পৈতৃক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল দুই ভাই আব্দুর রশিদ ও বিকাশের মধ্যে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার পর কথা কাটাকাটি হলে ছোট ভাই বিকাশ ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই আব্দুর রশিদ। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বাবা-মায়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় মেয়ে নিহত, বাড়িঘর ভাঙচুর
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাকে মৃত পাওয়া যায়। মরদেহের পেটের ওপর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল আপন দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে বড় ভাইয়ের মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
]]>