সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাসেদ ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সুবইল গ্রামের ঈদগাহ মাঠে তরুণ-যুবকদের একটি দল ক্রিকেট খেলছিল। এ সময় ঈদগাহ মাঠের ক্যাশিয়ার এবং নিহত আব্দুল বাসেদের ভাতিজা নাহিদ আম ঝরে পড়ার কারণে খেলতে নিষেধ করেন। এতে খেলায় অংশ নেওয়া তরুণদের অভিভাবকরা প্রতিবাদ জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদকে মারধর করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত, গুরুতর আহত ৫
পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে শাবলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল বাসেদ। এতে আরও আটজন আহত হন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস-উদ্দিন বলেন, ‘খেলাধুলা কেন্দ্রিক বিরোধে একপক্ষের লোকজন শাবল দিয়ে আব্দুল বাসেদের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
]]>