সোমবার (১৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-কালিতলা গ্রামের আজাহার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি কৌঁসুলি আব্দুল ওয়াদুদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি সকালে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-মোন্নাপাড়ায় আড়িবিল থেকে কালাম আলী কালুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা মির্জাপুরের এরশাদ আলী ওইদিনই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেকসহ চারজনকে আসামি করা হয়।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে গৃহবধূ রিতু হত্যা মামলায় পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক আব্দুল মালেক ২০২২ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলায় ৪ আসামির মধ্যে আব্দুল খালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। বাকি তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
]]>