চাঁদা না দেয়ায় ভাগনের বাড়িতে মামার আগুন!

১ সপ্তাহে আগে
পাবনার সুজানগর উপজেলায় ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় আপন ভাগনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এক মাদক ব্যবসায়ী মামা।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের হুদারপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অভিযোগ ভুক্তভোগী।


ভুক্তভোগী ইমন মাহমুদ হুদারপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার। দীর্ঘদিন ধরে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন তিনি। অভিযুক্ত মামা টুটুল মোল্লা একই এলাকার বাসিন্দা এবং একজন পরিচিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।


ইমন মাহমুদ জানান, চলতি বছরের জানুয়ারিতে তার মামা টুটুল মোল্লা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় হুমকি, হেনস্তা ও নির্মাণকাজে বাধা। একপর্যায়ে বৃহস্পতিবার গভীর রাতে টুটুল ও তার সহযোগী হাসান আলীর নেতৃত্বে একটি দল নির্মাণাধীন বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্র, সিমেন্ট, ইলেকট্রনিক্স, স্যানিটারি সামগ্রী ও পানি তোলার মোটরসহ মূল্যবান কাগজপত্র সম্পূর্ণ পুড়ে যায়।


আরও পড়ুন: ফুল ছেঁড়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আগুন-ভাঙচুর, পুলিশসহ আহত ৩০


ইমন বলেন, ‘আমি শুধু একটি বাড়ি নির্মাণ করছি। এতে তিনি চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেয়ায় আমার সন্তানকেও অপহরণের হুমকি দেয়। আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি এবং দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’


অভিযুক্ত টুটুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সম্পন্ন হয়েছে। দ্রুত মামলা রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন