চাঁদা না দেয়ায় নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর, আহত ৭

২ সপ্তাহ আগে
নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় আহত হয়েছেন কারখানার অন্তত ৭ শ্রমিক। এছাড়া লুট করা হয়েছে ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন মালামাল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এ হামলার ঘটনা ঘটে।


এদিকে, হামলার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।


পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান, বেলা ১২টার দিকে হঠাৎ করে নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। সেখানে শ্রমিকদের ৬টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এবং মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে ড্রেজারের ৭ জন শ্রমিককে এলোপাথাড়ি পিটিয়ে আহত করা হয়। লুটপাটের পর হামলাকারীরা পুনরায় ট্রলারে করে চলে যায়। পরে খবর পেয়ে পলাশ থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।


আরও পড়ুন: ফেনীতে বেদে পল্লীতে হামলা-লুটপাট, শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন


নির্মাণাধীন কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান জানান, ২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। যেখান থেকে ঘণ্টায় ২৫০ মেট্রিকটন সিমেন্ট উৎপাদন হবে। কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেয়ায় দিনে দুপুরে এমন হামলার ঘটনা ঘটেছে।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন