চাঁদরাতে মেহেদি আঁকার ধুম

৩ সপ্তাহ আগে

রাত প্রায় এগারোটা। আলো ঝলমল করছে ধানমন্ডির বিপণি বিতানগুলো। জেনেটিক প্লাজা, রাপা প্লাজা, সীমান্ত সম্ভার মার্কেট ঘুরে দেখা গেল বিভিন্ন বয়সীদের মেহেদিতে হাত সাজানোর ভিড়। মেহেদি উৎসব চলছে অলিগলিতে, অনেক মার্কেটের সামনে টেবিল দিয়েই।  ধানমন্ডির জেনেটিক প্লাজায় মেহেদি দিয়ে দিচ্ছিলেন তানহা। জানালেন সন্ধ্যার পর থেকেই জমে উঠেছে মেহেদি উৎসব। শখের এই শিল্পী কেবল ঈদের সময়েই মেহেদি এঁকে দেন।   বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন