চাঁদপুরের সাহেবগঞ্জে বড়দিন উদযাপন

৩ সপ্তাহ আগে
বড়দিন উপলক্ষে চাঁদপুরে ফরিদগঞ্জের সাহেবগঞ্জে সাধু জোসেফের গির্জায় নানা আয়োজনে বিশেষ এ দিনটি উদযাপন করেছেন খ্রিস্টান সম্প্রদায়।

ভোর থেকে খ্রিস্টান সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা নতুন পোশাক পরে সাধু জোসেফের গির্জায় উপস্থিত হয়। পরে সেখানে তারা প্রার্থনায় যোগ দেন।


তার সঙ্গে ধর্মীয় সংগীত তো ছিলই। পরবর্তীতে তারা বাসাবাড়িতে উন্নতমানে খাবার পরিবেশন করেন। বাদ পড়েনি অতিথি আপ্যায়নও।

আরও পড়ুন: বাংলাদেশি কিশোরীর আহ্বানে চাঁদপুর এসে পুলিশ হেফাজতে চীনা নাগরিক

এদিকে, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন খ্রিস্টান পল্লী সাহেবগঞ্জে গিয়ে শুভেচ্ছা বিনিময় এবং কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন। এতে সরকারি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কাছে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। একই সঙ্গে বড়দিনে এমন সম্প্রীতির বন্ধন তৈরি হওয়ায় দারুণ খুশি তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন