রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রাসেল মিয়া উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।
অন্যদিকে, একই থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর নেতৃত্বে পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহারকে (৩০) গ্রেফতার করেছে।
আরও পড়ুন: আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
গ্রেফতারের বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল ৫ বছরের সাজা পরোয়ানামূলে এবং অন্য আসামি ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
]]>