চাঁদপুরে বিজয় শোভাযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

১ সপ্তাহে আগে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগস্ট বিজয় উৎসবে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন যুবদলের একনেতা।

তিনি হচ্ছেন উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫)।


খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটায় মিজানুর রহমান বিজয় শোভাযাত্রায় অংশ নিতে উপজেলার খিলা বাজার স্কুল মাঠে নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন। এসময় তিনি বুকের ব্যথা অনুভব করেন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমানের স্ত্রী ও ২ সন্তান রয়েছে।

আরও পড়ুন: গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০

এদিকে, বিএনপির সহযোগী সংগঠন যুবদল নেতা মিজানুর রহমান নিবেদিতপ্রাণ নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
 

অন্যদিকে, আজ রাত ৯ টায় যুবদল নেতা মিজানুর রহমানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন