চাঁদপুরে বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে ৭ কোপ

৬ দিন আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারীকে (৫২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ এপ্রিল) ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে শনিবার (১২ এপ্রিল) দিবাগত আনুমানিক রাত ৩টার সময় এ ঘটনা ঘটে।


জানা গেছে, এখলাছপুর কালীগাছখলা গ্রামের বাখর আলী বেপারীর ছেলে কবির হোসেন বেপারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দলীয় দায়িত্ব পালন করছেন। স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে শনিবার মধ্যরাতে তার নিজে বাড়ির সামনে ১৫ থেকে ২০ জন লোক তাকে চাইনিজ কুড়াল, ছুরি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে এ সময় মুখোশপড়া অবস্থায় হামলাকারীদের একজনকে স্থানীয়রা আটক করে। মুখোশ খোলার পর দেখা যায়, আটক হওয়া ব্যক্তি স্থানীয় পশ্চিম এখলাছপুর গ্রামের গোলাম হোসেন বেপারীর ছেলে আরশাদ বেপারী।


আহত কবির হোসেনের প্রতিবেশী প্রত্যক্ষদর্শী হেলাল প্রধানের ছেলে রাজিব প্রধান জানান, আহত কবির প্রধান সম্পর্কে আমার কাকা। একসঙ্গে গজরা এলাকায় বৈশাখি পালাগানের অনুষ্ঠান দেখতে যাই। বাড়ি ফিরতে রাত আড়াইটার মতো বেজে যায়। বাড়িতে ঢোকার সময় কবির কাকার ওপর বেশ কয়েকজন লোক হামলা করে। এ সময় তারা চায়নিজ কুড়াল দিয়ে কাকাকে এলোপাথাড়ি কোপায়। আর লোহার রড আর লাঠি দিয়ে ইচ্ছেমতো পেটায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে আমরা হামলাকারীদের প্রত্যেককেই চিনি।


প্রত্যক্ষদর্শী রাজিব প্রধান আরও জানান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এই হামলার নেতৃত্ব দেয়। বিল্লাল আর রাসেল মল্লিক কবির কাকারে চাইনিজ কুড়াল দিয়া ইচ্ছামতো কোপায়।


আরও পড়ুন: চাঁদপুরে পরকীয়া সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা


এখলাছপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামলায় আহত কবির হোসেন বেপারীর স্ত্রী বিউটি আক্তার জানান, আমার স্বামীর ডাক-চিৎকারে আমরা এগিয়ে গিয়ে দেখি বিল্লাল প্রধান আর রাসেল মল্লিকে আমার স্বামীকে মারছে। এ সময় স্বামীকে বাঁচাতে ওদের হাতে পায়ে ধরি। তখন রাসেল মল্লিক আমার উপরেও হাত তোলে। বাকি সবাই দৌড়ে পালিয়ে যায়। ওরা আমার স্বামীকে জীবনে মেরে ফেলতে চেয়েছিল।


কবির হোসেন বেপারীর কয়েকজন প্রতিবেশী জানান, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় আমরা এগিয়ে যেতে সাহস পাই নাই। হামলাকারীরা কবির প্রধানকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আর রড ও লাঠিদিয়ে ব্যাপক মারধর করে।


এ বিষয়ে কথা হলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, শনিবার রাতেই  ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরইমধ্যে এই ঘটনায় জড়িত একজন আটক আছে। আর হামলার বিষয়টি স্থানীয় একটি বরোপিট (মাছ চাষের পুকুর) দখলকে কেন্দ্র করে বলে ধারণা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন