চাঁদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

২ সপ্তাহ আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছিল মাদকাসক্ত ছেলে। সেই ঘটনারই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে অভিযুক্ত আসামি মো. সুমনের উপস্থিতিতে এই রায় প্রদান করেন বিচারক শামছুন্নাহার। এ সময় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে নগদ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।


বিগত ২০১৮ সালের ৩ জুন বিকেলে বাড়ির সামনে বাবা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ছেলে মো. সুমন। এ ঘটনার পর নিজেই পুলিশের কাছে ধরা দেন ঘাতক মো. সুমন। পরে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন তিনি।


এ ঘটনায় নিহতের মেয়ে হালিমা বেগম বাদী হয়ে ভাই মো. সুমনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।


থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আরও পড়ুন: হত্যা মামলায় একজনের ফাঁসি, অন্যজনের যাবজ্জীবন


চাঁদপুরের পিপি কুহিনূর বেগম জানান, এই মামলায় ১৪ জনের সাক্ষ্য শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এই রায় প্রদান করেন।


এদিকে রায় ঘোষণার পর অভিযুক্ত আসামি মো. সুমনকে চাঁদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন