চাঁদপুরে নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ একদিন পর উদ্ধার

৪ সপ্তাহ আগে
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে নিখোঁজের একদিন পর সফিকুর রহমান পাটোয়ারী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার ছোটসুন্দর বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

রোববার দুপুরে গোসল করতে গিয়ে সদর উপজেলার দক্ষিণ রামপুর এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সফিকুর রহমান। তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা।

 

রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী জানান, নদীর পাড়ের ঘাটে গোসল করার সময় হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান সফিকুর রহমান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

 

আরও পড়ুন: ছয় বছরেও শেষ হয়নি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রকল্প

 

পরে সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার পশ্চিমে ছোটসুন্দর বাজারসংলগ্ন নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি শনাক্ত করে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, ‘নদীতে ভাটা থাকায় অনেক সময় মরদেহ দ্রুত খুঁজে পাওয়া যায় না। পানি কমে গেলে মরদেহ ভেসে ওঠে।’

 

পরিবার সূত্রে জানা গেছে, সফিকুর রহমান পাটোয়ারী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মধ্যে দুই ছেলে প্রবাসে রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন