মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে তাকে আটক করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
কাকন গাজী চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদের পাশের গাজী বাড়ির বাসিন্দা এবং মৃত মিজানুর রহমান গাজীর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাকন গাজী দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এছাড়া, তিনি বিগত হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ ছিলেন বলেও দাবি স্থানীয়দের।
আরও পড়ুন: পলিথিনমুক্ত চাঁদপুর গড়তে রাস্তায় পরিচ্ছন্নতা কাজে ডিসি-এসপি
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কাকন গাজীর বিরুদ্ধে গত ৫ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও, তিনি একাধিক মামলার আসামি।
ওসি মজিবুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।’
]]>