নৌ পুলিশ চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে টার্মিনালে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই যুবক। টার্মিনালে টহলরত নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বিষয়টি লক্ষ্য করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। সদুত্তর না পাওয়ায় তাকে নৌ থানায় নিয়ে যাওয়া হয়।
পরে শরীর তল্লাশি করে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়, যাতে ছিল ১ হাজার ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আমীন স্বীকার করেন, ইয়াবার এই চালান তিনি কক্সবাজার থেকে বাসে করে প্রথমে চট্টগ্রামে, এরপর ট্রেনে করে চাঁদপুরে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল একজনের হাতে ইয়াবার চালান তুলে দেওয়া।
আরও পড়ুন: জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জোনাকি, এবার দুই হাজার ইয়াবাসহ ধরা
নৌ পুলিশ জানায়, আটক নূরুল আমীনের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। তিনি বাবা আবুল হাশেম, মা ছাহারা খাতুনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কক্সবাজারের বালুখালী ক্যাম্পে কয়েক বছর ধরে আশ্রয় নিয়ে আছেন। সেখানেই তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
এ ঘটনায় নৌ পুলিশের উপপরিদর্শক আবুল হাসেম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে আটক নূরুল আমীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।