প্রধান অতিথির বক্তব্যে মোহসীন উদ্দিন বলেন, সাংবাদিক ও লেখকদের মধ্যে অনেক সময় ঐক্য থাকে না। চাঁদপুরে আপনাদের ঐক্যবদ্ধতা দেখে ভালো লাগছে। যারা আজ অভিষিক্ত হয়েছেন সকলের প্রতি শুভেচ্ছা রইল। আপনারা এক বছরের জন্য যে দায়িত্ব নিয়েছেন এটিকে গুরুত্ব দিয়ে পালন করবেন। যেন পরবর্তীরা আপনাদের কথা স্মরণ রাখেন।
তিনি অনুরোধ করে বলেন, ‘আমাদের কাজের ভুল ত্রুটি ধরে দেবেন, কিন্তু তথ্য বিভ্রাট করে বিব্রত করবেন না। আমাদের ছোট করবেন না। আপনাদের আগামী এক বছর সুন্দর কাটুক এই প্রত্যাশা করি।’
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর সেনা বাহিনীর ক্যাম্পের মেজর মোহাম্মদ আশিকুর রহমান আশিক।
আরও পড়ুন: বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
অভিষিক্ত কার্যকরী কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সোহেল রুশদী, সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, মাহবুবুর রহমান সুমন, আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, একে আজাদ ও তালহা জুবায়ের।
কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দফতর সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক।
আরও পড়ুন: জিম্মি করে জবাব চাওয়া, গণমাধ্যমের গলা টিপে ধরার শামিল: সতিকসাস সভাপতি
কার্যকরী কমিটির সদস্য হলেন- জালাল চৌধুরী, বি এম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল-ইমরান শোভন, মুনির চৌধুরী, অ্যাডভোকেট শাহজাহান মিয়া, রোকনুজ্জামান রোকন, ওমর পাটওয়ারী, ফারুক আহম্মদ, এম এ লতিফ, মুনাওয়ার কানন, আবদুল ওয়াদুদ রানা।