চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি কাটানোর এক বিরল সুযোগ। ২০ অক্টোবর, সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেয়া যাবে।
এর আগে ১৭ ও ১৮ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর মধ্যবর্তী ১৯ অক্টোবর, রোববার একটি কর্মদিবস হলেও, যদি কেউ ওইদিন ছুটি নেন এবং ২০ অক্টোবর ঐচ্ছিক ছুটি ভোগ করেন, তবে মিলবে টানা ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চার দিনের ছুটি।
কারা নিতে পারবেন এই ছুটি?
এই ছুটি কেবল হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য—
* যাদের বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে।
* এবং যারা পূর্বানুমোদনসহ ঐচ্ছিক ছুটির জন্য আবেদন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতিবছর নিজ নিজ ধর্ম অনুযায়ী ছুটির দিনগুলো পূর্বনির্ধারিত থাকে এবং ঐচ্ছিক ছুটি পেতে হলে বছরের শুরুতেই অনুমোদন নেয়া বাধ্যতামূলক।
ঐচ্ছিক ছুটি সাপ্তাহিক বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেয়ার সুযোগ থাকায় কর্মচারীরা বুদ্ধিমত্তার সঙ্গে তা ব্যবহার করে দীর্ঘ ছুটি উপভোগ করতে পারেন।
 
আরও পড়ুন: পূজার ছুটিতে নিতে পারেন শ্রীমঙ্গলের অপরূপ স্বর্গীয় অভিজ্ঞতা, যেভাবে যাবেন
ধর্ম অনুযায়ী ঐচ্ছিক ছুটির সুযোগ
মুসলিম কর্মচারীরা: ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন
হিন্দু কর্মচারীরা: ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন
খ্রিষ্টান কর্মচারীরা: ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন
বৌদ্ধ কর্মচারীরা: ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন
ছুটি পেতে করণীয়
* ঐচ্ছিক ছুটি নিতে হলে অবশ্যই তা বাৎসরিক ছুটির তালিকাভুক্ত ধর্মীয় পর্ব হতে হবে
* সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমোদন আবশ্যক
* সাপ্তাহিক বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে ছুটি নেয়ার সুযোগ রয়েছে
যারা এখনও অনুমোদন নেননি, তাদের জন্য এখনই সময় যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে প্রস্তুতি নেয়ার–টানা চার দিনের ছুটি উপভোগ করার।

 ১ সপ্তাহে আগে
                        ৫
                        ১ সপ্তাহে আগে
                        ৫
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·