ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, তদন্তে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন শেফালির অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন। যা সংবাদমাধ্যমে প্রকাশ করেছে পুলিশ কৃর্তপক্ষ।
পুলিশের কাছে শেফালির মৃত্যু বিষয়ে শত্রুঘ্ন জানান, শুক্রবার (২৭ জুন) রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের কাছাকাছি সময়ে গেট খোলার সময় একটি গাড়িতে শেফালিকে শেষবার দেখেন তিনি। এরপর রাত ১টার দিকে তার মৃত্যুর খবর পান।
সংবাদমাধ্যমে শত্রুঘ্ন বলেন, ওই দিন রাত ৯টার দিকে স্বামী পরাগের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরেন শেফালি। তখন আমিই অ্যাপার্টমেন্টের প্রধান দরজা খুলে দেই। এরপর সোসাইটি কম্পাউন্ডে তাদের পোষাপ্রাণীর সঙ্গে দেখি। এর ১ ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
আরও পড়ুন: ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!
এদিকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতাল জানিয়েছে, শেফালিকে তাদের হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়ায় মরদেহ দ্রুত পাঠানো হয় ভারতের কুপার হাসপাতালে।
আরও পড়ুন: না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অভিনেতীর মৃত্যুর খবর পায় পুলিশ। মরদেহের ময়নাতদন্ত চলছে। সে রিপোর্ট হাতে পেলেই শেফালির হঠাৎ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করছে মুম্বাই পুলিশ।
]]>