চমক রেখে ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা করল ইংল্যান্ড

৩ সপ্তাহ আগে
রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ের পর টেস্ট ক্রিকেটে নতুন যুগে প্রবেশ করছে ভারত। শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে ভারত। বেন স্টোকসের নেতৃত্বে ইংলিশরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গিলের দলকে।

আগামী শুক্রবার (২০ জুন) লিডসের হেডিংলিতে গড়াবে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টটি। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ম্যাচ শুরুর একদিন আগে গত বুধবার (১৮ জুন) একাদশ ঘোষণা করা হয়। ইংল্যান্ডের একাদশে চমক হয়ে এসেছে জ্যাকব বেথেলের বাদ পড়া। নতুন প্রজন্মের সেরা ইংলিশ প্রতিভাকে বসিয়ে একাদশে রাখা হয়েছে অলি পোপকে।


হেডিংলি টেস্টে গুরুত্বপূর্ণ ৩ নম্বর পজিশনে ব্যাট করবেন পোপ। ইংল্যান্ডের সহঅধিনায়কের গত বছরটা খুব একটা ভালো কাটেনি। এর বিপরীতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বেথেলের উত্থান ৩ নম্বর পজিশনে ইংল্যান্ডকে মধুর সমস্যায় ফেলে দিয়েছে। তবে শেষ পর্যন্ত অধিনায়ক স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম পোপের ওপরই আস্থা রেখেছেন।


আরও পড়ুন: প্রোটিয়াদের শিরোপা জিতিয়ে র‍্যাঙ্কিং বড় লাফ মার্করামের


নিউজিল্যান্ডের বিপক্ষে বেথেল সুযোগ পেয়েছিলেন দুজনের অনুপস্থিতির কারণে। পিতৃত্বকালীন ছুটির কারণে খেলেননি জেমি স্মিথ আর জর্ডান কক্স খেলতে পারেননি বৃদ্ধাঙ্গুলির ইনজুরির কারণে। বেথেল সুযোগ পেয়ে ৩ নম্বরে ব্যাট করে তিন টেস্টেই অর্ধশতক হাঁকান। এর মধ্যে ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে ৯৬ রানের দারুণ ইনিংসও আছে। উইকেটকিপারের ভূমিকায় খেলা পোপ সেই সিরিজে ৬ নম্বরে বেশ সাবলীলভাবে ব্যাট করেছিলেন।


 

হেডিংলি টেস্টে ইংল্যান্ডের একাদশ। ছবি: ক্রিকইনফো


কিন্তু গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৩ নম্বরে ফিরে ১৭১ রানের দারুণ ইনিংস খেলে ক্যারিয়ার বাঁচান পোপ। আইপিএলের কারণে সেই ম্যাচে খেলেননি বেথেল। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট রব কি মঙ্গলবার জানিয়েছিলেন, তিন নম্বরে তাদের হাতে দুজন দারুণ খেলোয়াড় আছে। শেষ পর্যন্ত পোপকেই বেছে নিল তারা।


আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সূচি নিয়ে আপত্তি ডি ভিলিয়ার্সের


ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট মিস করা ব্রেয়ডন কার্স ফিরেছেন একাদশে। হেডিংলি টেস্টে ক্রিস ওকসের সঙ্গে উদ্বোধনী জুটিতে বল করবেন কার্স। জায়গা ধরে রেখেছেন জশ টাং ও শোয়াইব বশির। গাস অ্যাটকিনসন ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় একাদশে জায়গা পাননি। অধিনায়ক বেন স্টোকস থাকছেন পঞ্চম বোলারের ভূমিকায়।


ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রেয়ডন কার্স, জশ টাং ও শোয়াইব বশির।

]]>
সম্পূর্ণ পড়ুন