চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬০ জন

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির আইন ও সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ‘ডি’ ইউনিটে মোট সাধারণ আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫টি। এই ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ এবং শিক্ষা ও গবেষণা বিভাগসহ মোট ১২টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সারা দেশে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

 

পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এক ঘণ্টার পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১১টায় এবং শেষ হবে দুপুর সাড়ে ১২টায়।

 

আরও পড়ুন: চবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, এক আসনে লড়ছেন ৮০ জন

 

এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘ডি’ ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। প্রশ্নপত্রে বাংলা বা ঐচ্ছিক ইংরেজি ৩০, ইংরেজি ৩০, বিশ্লেষণ দক্ষতা ২০ এবং সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

 

এদিকে, চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আয়োজনে ‘ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন’ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড আজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। এমন পরিস্থিতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ মিলিটারি একাডেমি (প্রশিক্ষণ শাখা)।

 

ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে মাঠে থাকছেন প্রক্টরিয়াল বডি, চাকসু, বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

]]>
সম্পূর্ণ পড়ুন