চবির অধ্যাপক মনজুরুল পেলেন নদী বিজ্ঞানীর সেরা পুরস্কার

১ দিন আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক ড. মো. মনজুরুল কিবরিয়া সেরা নদী বিজ্ঞানীর পুরস্কারে ভূষিত হয়েছেন।

শ্রীলঙ্কার কলম্বোর কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে গত ৮-৯ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক নদী কংগ্রেসে সেরা নদী বিজ্ঞানীর পুরস্কারটি- অর্জন করেন তিনি।


গত ১৭ নভেম্বর সকালে সম্মাননা ক্রেস্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।


আরও পড়ুন: ফ্যাসিবাদকে সমর্থন, ঢাবি শিক্ষক সমিতির বিচার চান সলিমুল্লাহ খান


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়াকে আন্তরিক অভিনন্দন জানান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে সবাই মিলে এগিয়ে নেয়ার জন্য উৎসাহ প্রদান করেন।


উল্লেখ্য, উক্ত পুরস্কার প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়াকে তুলে দেন কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিলানথি ডি সিলভা। হালদা নদীর জীববৈচিত্র্য এবং নদীপাড়ের জনসচেতনতা তৈরিতে প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া এর আগেও একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন