বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়।
আটক শিক্ষার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের নুর মোহাম্মদ ইমন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মোহাম্মদ আশিকুর রহমান। তবে এসময় সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন পালিয়ে যান।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে ধরে পুলিশে দিল চবি শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, অভিযানের সময় তারা গাঁজা সেবনেরত অবস্থায় আটক হন। তাদের কাছ থেকে প্রায় এক লিটারের দেশীয় মদ এবং গাঁজার বড় চালান উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চবির শাটলে শিক্ষার্থীর ওপর হামলা, সন্দেহভাজন দুজন আটক
তিনি আরও বলেন, এটি স্বাভাবিক মাদকসেবন নয় বরং বড় ধরনের মাদকের চালান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পালিয়ে যাওয়া শিক্ষার্থীকে আটকের জন্যও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
]]>