চবিতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বাদ আসর চবি বিজ্ঞান অনুষদের মিজানুছ ছালাম জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়।


দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন: চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. শফিকুল ইসলাম, শাহ্ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন এবং ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।


আরও পড়ুন: জুলাই শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে বিএনপির মৌন মিছিল


এ ছাড়াও উপস্থিত ছিলেন: চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


দোয়া মাহফিলে চবির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পাসের বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ অংশ নেন।


অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিজ্ঞান অনুষদ মিজানুছ ছালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন