সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সব প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশিয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। যা সোমবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত নির্ধারিত ছিল। রোববার ১৪৪ ধারা জারির পর বিশ্ববিদ্যালয়ে দুই নং গেইট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।