চবি শিবিরের ৭ দফা দাবি, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন নিশ্চিতকরণ, চাকসু নির্বাচন, ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

 রোববার (২৯ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহিম। তিনি বলেন, 'আমাদের ৭ দফা দাবি বাস্তবায়নে আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত ‘সংস্কার ক্যাম্পেইন’ পরিচালনা করা হবে। এই সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।'


সংগঠনের পক্ষ থেকে পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিগুলো হলো: ১–১০ জুলাই: সংস্কার ক্যাম্পেইন, ১ জুলাই: প্রতীকী সিট বণ্টন, ৩ জুলাই: সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৭ জুলাই: গণস্বাক্ষর কর্মসূচি,  ১০ জুলাই: ৭ দফা দাবিতে মানববন্ধন।


আরও পড়ুন: রাবি প্রশাসনের কাছে শিবিরের ১২৫ প্রস্তাব


ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে:

  • শতভাগ আবাসন নিশ্চিতকরণ: বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করা।
     
  • চাকসু নির্বাচন: বহু প্রতীক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দ্রুত আয়োজন করা।
     
  • ফ্যাসিবাদের দোসরদের বিচার: ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের ওপর নির্যাতনে জড়িত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে বিচার ও চাকরিচ্যুতি।
     
  • আবাসন ভাতা প্রদান: অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সরকারি সহায়তা ও আবাসন ভাতা নিশ্চিত করা।
     
  • সেশনজট নিরসন ও শিক্ষার আধুনিকায়ন: শিক্ষাজীবনের সময় নষ্ট ঠেকাতে সেশনজট দূর করা এবং যুগোপযোগী পাঠদান ব্যবস্থা চালু।
     
  • নিরাপদ যাতায়াত ব্যবস্থা: শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিত করা।
     
  • টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ: শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা।


ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, 'দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন ব্যর্থ হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।'


এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন