চবি শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার কোরআন বিতরণ করল ছাত্রশিবির

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঁচ হাজার পবিত্র কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় চর্চা জোরদার ও কুরআন অধ্যয়নের আগ্রহ বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।


তিনি বলেন,আমাদের এ প্রোগ্রামটি গত ১৫ সেপ্টেম্বরে করার পরিকল্পনা ছিল, কিন্তু নির্বাচনী আচরণবিধির কারণে তা স্থগিত রাখতে হয়েছে। আজকের লক্ষ্য পাঁচ হাজার কুরআন বিতরণ করা।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। আগামীকাল আমরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার ও জিরো পয়েন্টে পানির ফিল্টার উদ্বোধন করব, যা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ২১-২২ শিক্ষাবর্ষের সানজিদা ফারিয়া বলেন, ছাত্রশিবিরের এই উদ্যোগটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা অনেক সময় ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাই। এ ধরনের উদ্যোগ আমাদের আবারও ধর্মীয় অনুশাসনের দিকে ফিরিয়ে আনবে।


আরও পড়ুন: ৩৫০ বছরের পুরোনো কোরআন শরিফ বাংলাদেশে


মোহাম্মদ রাশেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, অনেকের ফোনে কুরআনের অ্যাপ থাকে, কিন্তু পড়ার সুযোগ হয় না। আবার অনেকের টেবিলে কুরআন থাকলেও নিয়মিত পড়া হয় না। এই সংস্করণটি আরবি ও বাংলায় সহজভাবে উপস্থাপিত হওয়ায় পড়তে সুবিধা হবে। আমি নিজের জন্য ও বন্ধুর জন্য দুটি কপি নিয়েছি।


কুরআন বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, ছাত্রী সংস্থার সদস্য ও সদ্য নির্বাচিত চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপাসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন