চবি ছাত্রী হলে ফার্স্ট এইড কর্নার উদ্বোধন

৩ দিন আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের জন্য স্থাপিত ফার্স্ট এইড কর্নার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসে বিকেল ৫টায় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এই কর্নার উদ্বোধন করেন।


হল পরিদর্শনকালে উপাচার্য ফার্স্ট এইড কর্নার, অভিযোগ বক্স ও গ্রাফিতি আঁকায় হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের অভিবাদন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এ হলে যেমন ফার্স্ট এইড কর্নার চালু করা হয়েছে, ধাপে ধাপে প্রতিটি হলেই এমন ফার্স্ট এইড কর্নার চালু করা হবে। এ হলে যিনি 'সিক রুম বিয়ারার' রয়েছেন, তাকে ফার্স্ট এইড বিষয়ক প্রশিক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে যে গ্রাফিতি হল আঙিনায় আঁকা হয়েছে, তা শিক্ষার্থীদের সামনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখবে। ধাপে ধাপে হলের উন্নয়নে ছাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন আমার কাছে। হল কর্তৃপক্ষের এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে।


আর পড়ুন: চবির অধ্যাপক মনজুরুল পেলেন নদী বিজ্ঞানীর সেরা পুরস্কার


এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম. রফিকুল ইসলাম, শ্রী অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউসটিউটর শিপন হোসেন, জনাব সাদেকা তামান্না, নৈরঞ্জনা চাকমা, হলের আবাসিক ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা।


হল কর্তৃপক্ষ জানায়, এ ফার্স্ট এইড কর্নারে প্রয়োজনীয় সাধারণ ওষুধ, ব্যান্ডেজ, স্যানিটাইজার, গজ, ব্লাড প্রেসার মেশিন, থার্মোমিটার ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা সামগ্রী সংরক্ষিত থাকবে। যেকোনো দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক সেবা দিয়ে গুরুতর ক্ষতির ঝুঁকি কমাতে এটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি এ হলের সমস্যা ও হলের ব্যাপারে ছাত্রীদের পরামর্শ গ্রহণ করতে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন