চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ৩৬ বছর ধরে অকার্যকর চাকসু ভবন এখন মূলত একটি খাওয়ার স্থান ও অনুষ্ঠানের ভেন্যুতে পরিণত হয়েছে। এর প্রতীকী প্রতিবাদ হিসেবেই চাকসু ভবনের এ নামকরণ।
সাইনবোর্ডটি নিজ হাতে টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে ‘ভাত ঘর’-এর উদ্বোধন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চবি শাখার সভাপতি আব্দুর রহমান। উদ্বোধনী পর্বে তিনি মোনাজাত পরিচালনা করেন। এ সময় ইসলামী ছাত্র মজলিসের চবি সভাপতি সাকিব মাহমুদ রূমী ও সংস্কার আন্দোলনের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান বলেন, ৩৬ বছর ধরে চাকসু অকার্যকর। এত আন্দোলনের পরও কোনো অগ্রগতি নেই। বাস্তবে এই ভবন এখন ফুল টাইম ভাতের হোটেল আর পার্ট টাইম কমিউনিটি সেন্টার। তাই ক্ষোভের প্রকাশ হিসেবে এই ব্যঙ্গাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। চাকসু ভবন তার যোগ্য নাম ফিরে পেয়েছে।
আরও পড়ুন: চবি শিবিরের ৭ দফা দাবি, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের কর্মী তাহসান হাবিব বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অর্গানকে বছরের পর বছর নিষ্ক্রিয় করে রেখেছে। যতদিন আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া হবে, ততদিন আমাদের কর্মসূচি চলবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে এ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে চাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।