পুলিশ জানায়, ভুক্তভোগী তরণী চট্টগ্রামে এক বাসার গৃহপরিচারিকা। তিনি চট্টগ্রামে যাওয়ার উদ্দ্যেশে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভুল করে উত্তর বঙ্গগামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনে উঠে বসে। ট্রেনে উঠেই তরুণী ঘুমিয়ে পড়ে। রাত ১০টায় ট্রেনটি টাঙ্গাইলে চলে আসলে তরুণীর ঘুম ভাঙে। পরে পাশের আসনের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারেন তিনি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে চলে এসেছেন। ট্রেনের লোকজন তাকে ট্রেন থেকে নেমে ঢাকা ফিরে যাওয়ার পরামর্শ দিলে তরুণী ট্রেন থেকে নেমে ঢাকার ট্রেনের অপেক্ষা করছিল।
এসময় ঘারিন্দা রেলস্টেশন সংলগ্ন এলাকার সজিব, দুলাল ও নুপুর তরুণীকে কৌশলে পাশের একটি কাঠ বাগানে নিয়ে যায়। পরে তাকে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আবারও তাকে পালাক্রমে ধর্ষণের পর ছেরে দেয়।
আরও পড়ুন: প্রেমের সম্পর্ক গড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
অবশেষে তরুণী পুনরায় রেল স্টেশনে গিয়ে জিআরপি পুলিশকে অবহিত করলে যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার (২৬ জুলাই) সকালে তিনজনকে গ্রেফতার করে।
এদিকে এঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরী ধর্ষণের ঘটনায় রিমান্ডে ৪ আসামি
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে নির্যাতিতা তরুণীকে উদ্ধারের পর তিন অভিযুক্তকে আটক করা হয়। এ বিষয়ে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন আছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
]]>