চট্টগ্রামে ১০ আসনের বিএনপির প্রার্থী যারা

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত প্রার্থীদের তালিকা নিম্নরূপ—

 

চট্টগ্রাম-১ (মীরসরাই)
নুরুল আমিন চেয়ারম্যান — তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান।

 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)
সরওয়ার আলমগীর — চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

 

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)
কাজী সালাউদ্দিন — চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

 

চট্টগ্রাম-৫ (হাটহাজারী)
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)।

 

তিনি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে।

 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)
হুম্মাম কাদের চৌধুরী — বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র।

 

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও)
এরশাদ উল্লাহ — চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক।

 

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

 

চট্টগ্রাম-১০ (খুলশী–পাহাড়তলী)
আমীর খসরু মাহমুদ চৌধুরী — বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী।

 

চট্টগ্রাম-১২ (পটিয়া)
মোহাম্মদ এনামুল হক — চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা)
সরওয়ার জামাল নিজাম — বিএনপির সাবেক সংসদ সদস্য।

 

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)
মিশকাতুল ইসলাম চৌধুরী — চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

]]>
সম্পূর্ণ পড়ুন