চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের রাউজানে উপজেলা যুবদল নেতা জানে আলম দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে রাউজানের পূর্ব গুজরা এলাকায় যুবদল নেতা জানে আলমকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নগরী বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তার বুকে ২টি গুলি করা হয়েছে জানা যায়।

 

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত, জামায়াতের বাতিল

 

একটি সূত্র নিশ্চিত করেছে একটি মোটরসাইকেলে তিনজন এসে পেছন থেকে তাকে পরপর কয়েকটি গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়।

 

জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন।

 

আরও পড়ুন:  চট্টগ্রামে চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি, কী বলছে পুলিশ?

 

তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা যায়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন