চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরপাড় থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট কাশবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাত ২টার তার শামীমের পরিবার হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।


শামীম খান ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।


বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, রোববার বিকেল ৩টার দিকে সাগরতীরে কাশবনের ভেতরে হাত-পায়ের রগ কাটা অবস্থায় পড়ে ছিলেন শামীম। সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আউটার রিং রোড টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। তথ্য পেয়ে হালিশহর থানা থেকে পুলিশ গিয়ে শামীমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেপরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, গতকাল রোববার সন্ধ্যার দিকে সাগরতীরের কাশবনে হাত-পা কাটা অবস্থায় পড়েছিলেন শামীম।চিৎকারের শব্দ পেয়ে কয়েকজন এগিয়ে যায়। কিন্তু হাত-পা কাটা থাকার কারণে তারা তাকে ধরেননি। পরে ঘটনাস্থল থেকে একজন ৯৯৯-এ কল করেন। এরপর হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় বন্দর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন।


আরও পড়ুন: টিউশনির বাসার সিঁড়িতে পড়ে ছিল জুবায়েদের রক্তাক্ত মরদেহ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(সিইউসিবি) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম বলেন, আউটার রিংরোড সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার করে তার নাম শামীম মকসুদ খান জয় (২৬) আমাদের ইভেনিং এমবিএ প্রোগ্রামের ২৬ তম ব্যাচের ২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।


পুলিশ সূত্র জানায়, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে তার মোবাইলে একটি কল এসেছিল এবং শামীম তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলেছিলেন তার মাকে। বের হওয়ার সময় চাকরির ইন্টারভিউ দিতে যাবার কথাও তার মাকে জানিয়েছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন