এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অক্সিজেন–নিউমার্কেট রুটে চলাচলকারী বাসটি নিউমার্কেট মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ৯৯৯-এ ফোন, হাত-পা বাঁধা নারীর শরীরে মাখা ছিল মরিচের গুঁড়া
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে, নাকি কোনো দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।