চট্টগ্রামে বসতবাড়িতে আগুনে এক নারীর মৃত্যু, দগ্ধ ৩

২ ঘন্টা আগে
চট্টগ্রামের মোহরা এলাকায় বসতবাড়িতে আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মোল্লার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


এ বিষয়ে নগরীর কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বলেন, ‘রাত ৮টার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সেমি পাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’


আরও পড়ুন: মহাখালীতে পেট্রল পাম্পে আগুন, দগ্ধ একজন হাসপাতালে


তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন