চট্টগ্রামে পাচারের আগে ৫টি গুইসাপ উদ্ধার

৪ দিন আগে
চট্টগ্রামের চন্দনাইশ থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশুয়া এলাকার সৈয়দ বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় তার সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা রহমত আলী।

ভ্রাম্যমাণ আদালত জানায়, এক ব্যক্তি অবৈধভাবে গুইসাপ বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময়  মং ওয়াই মারমা নামে একজনের হেফাজত থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আরও পড়ুন: বাস টার্মিনালে অভিযান, ছয়টি গুইসাপসহ ৩ জন আটক


উদ্ধার করা গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।  প্রাথমিক চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা রহমত আলী।


বন বিভাগ ও প্রশাসন জানায়, বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, বন বিভাগের কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন