চট্টগ্রামে তিনজনের শরীরে করোনা শনাক্ত

৩ সপ্তাহ আগে
ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। গত দুইদিনে চট্টগ্রামে মোট তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা।

মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, নগরীর একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে একজন এবং মা ও শিশু হাসপাতালে দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

 

তিনজনের মধ্যে দুজন নগরীর এবং আরেকজন মিরসরাইয়ের জোরারগঞ্জের বাসিন্দা।

 

এদের মধ্যে একজনের মঙ্গলবার এবং অপর দুইজনের তিনদিন আগে ভাইরাসটি শনাক্ত হয়।

 

আরও পড়ুন: করোনা সংক্রমণ বাড়ছেই, ২৪ ঘণ্টায় দ্বিগুণ শনাক্ত

 

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চট্টগ্রামে নতুন করে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা আমরা জেনেছি। আক্রান্তদের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

এ বছর চট্টগ্রামে প্রথমবারের মতো কারো শরীরে ভাইরাসটি শনাক্ত হলো।

 

আরও পড়ুন: দেশে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্কতা জারি

 

সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন প্রস্তুতি নেয়া হচ্ছে। এরইমধ্যে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে কোভিডের জন্য ‘ডেডিকেটেড হাসপাতাল’ করার সিদ্ধান্ত হয়েছে।

 

ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। 

]]>
সম্পূর্ণ পড়ুন