শনিবার (১৪ জুন) দুপুর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের করেরহাট রামগড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই একটি ট্রাক ওই অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক অটোরিকশা যাত্রী নিহত হন এবং আহত হন আরও পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আব্দুল্লাহ।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।