চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে তিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৬ দিন আগে
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ লোহাগাড়া-সাতকানিয়া' এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা "ইসকন, তুমি সন্ত্রাসী, স্বৈরাচারের সাথী', ‘বাংলাদেশে ইসকনের ঠাই নেই ঠাই নেই" ইত্যাদি স্লোগান দেয়। তারা ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেফতার, ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এর আগে তারা ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে অ্যাডভোকেট সাইফুলের গায়েবানা নামাজে জানাজা পড়েন।   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল জব্বার মোড়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি বাকৃবির কে আর মার্কেট ও উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বাকৃবির বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় শাহপরান হলের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রথমে বঙ্গবন্ধু হল এবং পরে ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সম্পূর্ণ পড়ুন