সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে কলোনীর দশটি ঘর পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ভোর সাড়ে ছয়টায় বলুয়ার দীঘির পশ্চিম পাড়ের জাফর কলোনিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় কলোনীর সবগুলো ঘর পুড়ে যায়। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মো. ইলিয়ান ও তার স্ত্রী পারভীন আক্তারের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, জাফর কলোনিটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত। হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ঘুমন্ত অবস্থায় আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পরে। প্রথমে এলাকাবাসী, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আরও পড়ুন: চট্টগ্রামে মেগা প্রকল্পের কাজে ধীরগতি, দুর্ভোগে নগরবাসী
কলোনীর বাসিন্দা মো. জসীম জানান, তিনি কিছুই বের করতে পারেননি। ঘুমে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন ঘরে চলে আসে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন তারা।
কিছুদিন আগে এই কলোনিতে ঘর ভাড়া নিয়ে আসেন ইলিয়াস-পারভীন দম্পতি। তাদের দুই সন্তান। আগুন লাগার পর আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে পরিবারের সদস্যদের নিয়ে বাথরুমে আশ্রয় নেন তারা। সরু গলি হওয়ার কারণে ঘর থেকে বের হতে পারেননি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও তিনজন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, সরু গলি ও ঘিঞ্জি এলাকায় কলোনিটির অবস্থান হওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। শ্বাসরোধ হয়েই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
]]>