মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
তিনি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, ‘বায়োডাইভারসিটি রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান এবং অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন। তারা বৃক্ষরোপণের ইহকালীন ও পরকালীন সুফলের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
আরও পড়ুন: চবিতে শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব ই-কার সেবা চালু
অধ্যাপক ড মো ইকবাল শাহীন খান বলেন, ‘প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এমন উদ্যোগকে এগিয়ে নিতে সবার এগিয়ে আসা প্রয়োজন।’
এ জি এম নিয়াজ উদ্দিন বলেন, ‘বৃক্ষরোপণের পাশাপাশি আমাদের গাছের পরিচর্যা ও সংরক্ষণেও মনোযোগী হতে হবে।’
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদ উদ্যানের কর্মকর্তারা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর উদ্দীন এবং আরবি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হাসান।
]]>