সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই কেপিআই স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারবর্গের জন্য প্রটোকল সুবিধা সীমিত করা হয়েছে। যাত্রী হিসেবে আসা-যাওয়ার সময় প্রটোকল সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত ‘প্রটোকল পাস’ প্রদর্শন করে ভেতরে প্রবেশের সুযোগ পাবেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীবাহী সব যানবাহনকে ড্রাইভওয়েতে না গিয়ে সরাসরি প্রধান পার্কিং বা কার্গো পার্কিং এলাকায় গিয়ে যাত্রী ওঠানামা করাতে হবে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় শাহজালালের কয়েকটি ফ্লাইট বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট
যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ ছাড়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় যেসব যানবাহন কেবল যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশ করবে, তাদের কাছ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের পার্কিং টোল আদায় করা হবে না।

১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·