চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম নগরীতে লুকিয়ে থাকা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাতে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেফতার আসামির নাম ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

 

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে মিল্টন পরিচিত।

 

আরও পড়ুন: নাটোরে সাংবাদিকের ওপর হামলায় বিএনপির ২ কর্মী গ্রেফতার

 

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মিল্টন এলাকা ছেড়ে পালিয়ে যান। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে তিনি আত্মগোপনে ছিলেন।


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন