চট্টগ্রাম ইপিজেডে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

১ সপ্তাহে আগে
চটগ্রাম নগরীর ইপিজেডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


আরও পড়ুন: ইজিবাইকে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা হাসপাতালে


এ বিষয়ে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, পাঠাও মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে পেছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন