চকোর

৪ সপ্তাহ আগে

বুকের ভেতরটা ব্যথায় টনটনায়। কী যেন একটা ধুকধুক ধুপধুপায়। শরীরটা মনে হয় দাবানলের আগুনে পুড়ছে পুড়ছে করে। সাগর-নদী সব গ্রীষ্মের দাবদাহে ফুটছে। কোথায় শীতল শান্তির পরশ, কী করলে মনে হবে দেহঘড়ি জ্বলছে না। প্রাণ বায়ু বের হবে হবে করছে না। এই যন্ত্রণার লাঘব কি তবে শেষ পর্যন্ত হার্টঅ্যাটাকে! তারপর বেঁচে থেকেও মরে যাওয়া! নাকি মরে গিয়ে বেঁচে যায় মানুষ? এ ব্যথা কি যখন দুঃখের কম্পন শুরু হয় শুধু সে সময়ের। গভীর... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন