চকরিয়ায় এনসিপির পথসভা ভণ্ডুল

৩ সপ্তাহ আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন এমন দাবি তুলে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে চকরিয়ায় এনসিপির নির্ধারিত পথসভাটি হয়নি। সরিয়ে নেয়া হয়েছে পথসভার জন্য গাড়িতে নির্মিত অস্থায়ী মঞ্চও।

শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪টায় চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেছেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ির বহর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এরই মধ্যে কক্সবাজার জেলার সীমানা পার করে দেয়া হয়েছে। চকরিয়ায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।


এদিকে, এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজার জেলা ত্যাগ করলেও চট্টগ্রামের লোহাগড়া থেকে ঘুরে আবারও চকরিয়ার দিকে যাত্রা শুরু করেছেন বলে খবর মিলেছে। চকরিয়ায় এখন দোকানপাট বন্ধ রয়েছে। একইসঙ্গে এ ঘটনার জের ধরে জেলাজুড়ে বিএনপি বিক্ষোভ মিছিল করছে।


আরও পড়ুন: নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ


শনিবার দুপুরে কক্সবাজার জেলা শহরে আয়োজিত জনসভায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ঘের দখল করছেন, মানুষের জায়গাজমি দখল করছেন, চাঁদাবাজি করছেন। আবার তিনি নাকি সংস্কার বুঝেন না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, পিআর বুঝেন না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন, ইনশাআল্লাহ।'


এ বক্তব্যে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে অবমাননা করা দাবি করে জেলাব্যাপী বিক্ষোভ মিছিল করছেন দলটির নেতাকর্মীরা।

 

বান্দরবানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় বসে আছেন নেতাকর্মীরা। ছবি: সময় সংবাদ

 

বান্দরবানে এনসিপির সভায় মানুষের ভিড়, চকরিয়ায় বাধায় দেরি কেন্দ্রীয় নেতাদের


বান্দরবান প্রেসক্লাবের সামনে এনসিপির সমাবেশ ঘিরে বিকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে শতাধিক উৎসুক মানুষ। বিকাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কক্সবাজার থেকে ফেরার পথে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে কেন্দ্রীয় নেতারা এখনও পৌঁছাতে পারেননি। জেলা নেতারা জানান, কেন্দ্রীয় নেতারা এলেই অনুষ্ঠান শুরু হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন