রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ চান্দিঘাট এলাকায় পানি ভর্তি বালতিতে পড়ে ১৮ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. আয়মন।
শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে চান্দিঘাট মাজেদা গার্ডেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা মো. স্বপন মিয়া জানান, রাতে আয়মনের মা চা তৈরি করছিলেন আর বাবা স্বপন রুমে বসে ছিলেন। খেলার ফাঁকে আয়মন ওয়াশরুমে চলে যায়, তা তারা খেয়াল করেননি। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি... বিস্তারিত